(AQAB) ছোটদের কুরআন শিক্ষা কোর্স
এই কোর্স টি আমরা আমদের ছোট সোনামণিদের কথা মাথাই রেখে ঢেলে সাজাতে চেষ্টা করেছি।
সর্বজন বিদিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উস্তাদ ড. আব্দুল আজিজ বিন আব্দুর রহিমের সাড়া জাগানো বই "আল কায়েদাতুন নূরানিয়া"এর আলোকে ছোট্ট সোনামণিদের জন্য মূলত আমাদের এই কোর্স টি গঠন করা হয়েছে। ছোটদের পাশা পাশি বড়রাও যারা শুরু থেকে কোরআন পড়া শিখতে চান তারাও এই কোর্স টি তে অংশগ্রহণ করতে পারেন।
আমাদের এই কোর্সের বৈশিষ্ট সমূহ:
১. অভিজ্ঞ উস্তাদ দ্বারা পরিচালনা করা হয়।
২. এরাবিক পদ্ধতিতে পাঠ দান।
৩. একেবারে শুরু থেকে আরবী অক্ষর সমূহ শুদ্ধ ভাবে শেখানো হয়।
৪. হারাকাত (জম্মা, ফাতাহ, কাসরা,) এবং মাদ সমূহের ব্যাবহার শেখানো হয়।
৫. কোরানের ছোট থেকে বড়ো শব্দ সমূহ বানান করে পড়তে পারদর্শী করা হয়
৬. সম্পূর্ণ কোরআন মাজিদ দেখে দেখে শুদ্ধ ভাবে পড়তে পারদর্শী করা হয়।
এটি মূলত প্রাথমিক কুরআনের শিক্ষা যারা এই কোর্স টি ভালোভাবে শেষ কোরে কুরআন শিক্ষার আরো উচ্চস্তরে উঠতে চান তারা আমাদের পরবর্তী অ্যাডভান্স কোর্স গুলোতে অংশগ্রহণ করতে পারেন।